জেলা সমাবেশ-২০১৮ অনুষ্ঠিতঃ
২৩ জানুয়ারি ২০১৮ খ্রিঃ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চুয়াডাঙ্গা প্রাঙ্গণে জেলা সমাবেশ ২০১৮ আনুষ্ঠিত হয়। সমাবেশ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আকবর আলী পিএএম, পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ, খুলনা মহোদয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউদ্দীন আহমেদ, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবুর রহমান পিপিএম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয়, জনাব মোঃ আব্দুর রশীদ, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরেপুর, জনাব মোঃ আহসান উল্লাহ, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঝিনাইদহ। আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক, এনএসআই, চুয়াডাঙ্গা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সভাপতি প্রেসক্লাব, চুয়াডাঙ্গা, ব্যবস্থাপক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, দামুড়হুদা ও আলমডাঙ্গা শাখা। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ ও চুয়াডাঙ্গা জেলায় কর্মরত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলার সকল উপজেলা হতে আগত উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।
ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনঃ
৫ জানুয়ারি ২০১৮ ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলার সকল উপজেলা হতে আগত উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চুয়াডাঙ্গা ও জেলা প্রশাসকের পক্ষে এডিএম মহোদয় এর নেতৃত্বে র্যালী টি জেলা প্রশাসক এর কার্যালয় হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি স্তম্ভ হয়ে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চুয়াডাঙ্গা প্রাঙ্গণে র্যালীর সমাপ্তী ঘটে। এরপর দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠনের মধ্যদিয়ে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকীর সাফল্য কামনা করে অনুষ্ঠনের সমাপ্তী করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস